৪ নভেম্বর ২০২৫

রাতেই চট্টগ্রামের রেডজোন এলাকায় নামছে সেনাবাহিনী

বাংলাধারা প্রতিবেদন » 

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এলাকার ১০টি এলাকা রেড জোনের মধ্যে পড়েছে। এরই মধ্যে ১০ নম্বর উত্তর কাট্টলী ওয়ার্ডে মঙ্গলবার রাত ১২টা থেকে কঠোর লকডাউন কার্যকর হচ্ছে। এদিকে ‘রেডজোন’ ঘোষিত এলাকায় টহলের নির্দেশনা পেয়েছে সেনাবাহিনী। তাই সাধারণের চলাচল নিয়ন্ত্রণ এবং অন্যান্য বিধিনিষেধ নিশ্চিতে মাঠে নামছে সেনাবাহিনী।

মঙ্গলবার (১৬ জুন) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বার্তায় এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রামের বেসামরিক প্রশাসনের সাথে সমন্বয়ের দায়িত্বপ্রাপ্ত মেজর আবু সাঈদ বলেন, রেডজোন ঘোষিত এলাকায় টহলের নির্দেশনা পেয়েছি আমরা। সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা আমাদের পরিকল্পনা চুড়ান্ত করেছি। সরকারের অন্যান্য প্রশাসনের সঙ্গে সমম্বয় করে এবং জনগণকে সঙ্গে নিয়ে কাজ করবে আমাদের সদস্যরা।

রেড জোন হিসেবে চিহ্নিত করা এলাকাগুলো হল- চট্টগ্রাম বন্দরে ৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড, পতেঙ্গার ৩৯ নম্বর ওয়ার্ড, পাহাড়তলির ১০ নম্বর ওয়ার্ড, কোতোয়ালির ১৬ নম্বর ওয়ার্ড, ২০ থেকে ২২ নম্বর ওয়ার্ড, খুলশীর ১৪ নম্বর ওয়ার্ড এবং হালিশহর এলাকার ২৬ নম্বর ওয়ার্ড।

চট্টগ্রামের যেসব এলাকায় প্রতি এক লাখ জনসংখ্যায় ১৪ দিনে ৬০ জন আক্রান্ত হয়েছে সেসব এলাকাকে রেড জোন চিহ্নিত করা হয়েছে। 

জানা যায়, কেন্দ্রীয় টেকনিক্যাল গ্রুপ তাদের এলাকায় রেড জোন চিহ্নিত করতে সহযোগিতা করবে। এ ছাড়া তারা স্থানীয় প্রশাসনের সিদ্ধান্তগুলো পর্যবেক্ষণ করবেন। 

আগামী ১৬ জুন রাত ১২ টা থেকে পরীক্ষামূলকভাবে উত্তর কাট্টলী ওয়ার্ডে লকডাউন কার্যকর করা হবে। পর্যায়ক্রমে অন্য ১০ ওয়ার্ডও করা হবে। চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় মোট ১১ টি ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। 

যেসব এলাকাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হবে সেগুলোতে কড়াভাবে লকডাউন কার্যকর করার সুপারিশ করা হয়েছে কমিটির পক্ষ থেকে। রেড জোনে যেসব কোভিড-১৯ রোগী থাকবেন এবং যারা কোয়ারেন্টিনে থাকবেন, তাদের নিজেদের বাসা থেক বের হতে দেয়া হবে না। আক্রান্ত রোগী ও কোয়ারেন্টিনে থাকা ব্যক্তিদের খাবার ও জরুরি ওষুধ তাদের বাসায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন