১ নভেম্বর ২০২৫

রাতের আঁধারে কাটছে পাহাড়, এক্সেভেটর ও ডাম্পার জব্দ

কক্সবাজার প্রতিনিধি »

রাতের আঁধারে লাইট লাগিয়ে এক্সেবেটরের সাহায্যে পাহাড়ের মাটি কাটাকালে অভিযানে তিনটি ডাম্পার ও একটি এক্সেভেটর জব্দ করেছে বনবিভাগের বিশেষ অভিযানিক দল।

শুক্রবার (৩১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার সদরের ঈদগাঁওর ইসলামাবাদ ফকিরাবাজারস্থ বটগাছতলায় এ পাহাড় কাটার ঘটনা ঘটছিল।

কক্সবাজার উত্তর বিভাগীয় বন অফিসের সহকারি বন সংরক্ষক (এসিএফ) ও বিশেষ টিমের প্রধান মো. সোহেল রানার নেতৃত্বে এ অভিযান চালানো হয়। 

এসিএফ সোহেল রানা জানান, কক্সবাজার সদরের ঈদগাঁওর ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজার বটগাছ তলায় একটি প্রভাবশালী মহল পাহাড় কাটছিলো বলে খবর আসে। কক্সবাজার উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. তহিদুল ইসলামের নির্দেশে অভিযান চালানো হয়। অভিযানে পাহাড় কর্তনের মাটি বহনকালে ঘটনাস্থল হতে  তিনটি ডাম্পার, মাটি কর্তনে ব্যবহৃত একটি এক্সেবেটর জব্দ করা হয়। এ ঘটনায় একাধিকজনকে আসামি করে মামলা করা হয়েছে।      

অভিযানে ঈদগাঁও রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা হাফিজুর রহমান, ডুলহাজারা বনবিট কর্মকর্তাসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন। 

জব্দকৃত মালামাল ভোমরিয়াঘোনা বিট হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছেন এসিএফ সোহেল রানা। কিন্তু পাহাড় কাটায় কারা জড়িত এবং মামলায় কাদের আসামী করা হয়েছে সে বিষয়ে কিছুই খোলাসা করেননি তিনি। অভিযানের স্বার্থে এটি বলা যাচ্ছে না বলে উল্লেখ করেন এসিএফ। 

তবে স্থানীয় অসমর্তিত একটি সূত্র জানায়, বৃহত্তর ঈদগাঁওর কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার, দল পরিবর্তন করা কয়েকজন রাজনৈতিক নেতা, দূর্ধর্ষ অপরাধী চক্র মিলে ‘সোনালী এন্টারপ্রাইজ’ নামে একটি গ্রুপ করে বৃহত্তর ঈদগাঁওতে নির্বিচারে পাহাড় কাটছে। স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্র, বন বিট অফিস ও প্রতিবাদী মুখগুলো নানা ভাবে কব্জায় নিয়ে তারা দীর্ঘদিন ধরে পরিবেশ বিধংসি এসব কর্ম করে আসছে। এসব মাটি তারা রেল প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে বিক্রি করে আসছিল। পাহাড় কাটার মতো, একই ভাবে খাল থেকে বালি তোলে তাও ওই প্রকল্পসহ ভিটে ভরাট কাজে বিক্রি করে চক্রটি।

সমস্যা এড়াতে সিন্ডিকেটটি সরকারদলীয় জেলা ও উপজেলা পর্যায়ের নেতা বা তাদের সন্তানদেরও লভ্যাংশের শেয়ারে অন্তর্ভুক্ত করেছে। বিশেষ টিম হঠাৎ অভিযান চালায় সবপক্ষ এখন বেকায়দায় পড়েছে বলে দাবি করেছে সূত্র। বিভাগীয় বন অফিস ম্যানেজের চেষ্টাও অব্যহত রেখেছে চক্রটি।

বাংলাধারা/এফএস/টিএম/এএ

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ