বাংলাধারা প্রতিবেদক »
সবকিছু ঠিকঠাক থকলে রাত পোহালেই শুরু চট্টগ্রাম নগর যুবলীগের সম্মেলন। দীর্ঘ বিরতির পর অনুষ্ঠিতব্য এই সম্মেলনকে ঘিরে নগর যুবলীগের নেতা-কর্মীদের মধ্যে দেখা গেছে উৎসাহ-উদ্দীপনা। নগরীর গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক ও মোড় ছেয়ে গেছে প্রচারণার পোস্টার-ব্যানারে। একাধিক নেতা নিজের অনুসারী নেতা-কর্মীদের নিয়ে করেছেন শোডাউন। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে চট্টগ্রাম উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগের সম্মেলনও।
জানা যায়, সোমবার (৩০ মে) সকাল ১০টায় নগরীর পাঁচলাইশের ‘দি কিং অব চিটাগাং’ কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম নগর যুবলীগের সম্মেলন উদ্বোধন করবেন সংগঠনের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম।
উপস্থিত থাকবেন যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক হানিফ এমপি, সাংগঠনিক সম্পাদক সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপিসহ কেন্দ্রীয় ও চট্টগ্রাম যুবলীগ এবং নগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ।
সরেজমিনে দেখা যায়, মঞ্চ প্রস্তুত ও আনুষঙ্গিক বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন শ্রমিকরা। সম্মেলনস্থল ও আশপাশের এলাকা ছেয়ে গেছে নেতা-কর্মীদের ব্যানার-পোস্টারে। সাংবাদিকদের জন্য করা হচ্ছে আলাদা কর্নার। দুর্যোগপূর্ণ পরিবেশে যাতে সম্মেলন পণ্ড না হয়, সে উদ্দেশ্যে মঞ্চের আশপাশ ঢেকে দেওয়া হয়েছে তেরপাল দিয়ে। তবে সম্মেলন প্রস্তুতির শেষ সময় হলেও সরেজমিন অল্পসংখ্যক পুলিশ সদস্য ও শ্রমিক ছাড়া দেখা যায়নি কোনো যুবলীগ নেতা-কর্মীকে।
এবার চট্টগ্রাম নগর যুবলীগের কমিটিতে সভাপতি পদের জন্য ৩৫ জন এবং সাধারণ সম্পাদক পদের জন্য ৭২ জন জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
সভাপতি পদে নগর ছাত্রলীগের সাবেক সভাপতি এম আর আজিম, সাবেক ছাত্রনেতা দেবাশীষ পাল দেবু, নগর যুবলীগের বর্তমান আহ্বায়ক কমিটির দুই যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক সুমন ও দিদারুল আলম জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন। একই পদে সাবেক সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন, শেখ নাসির উদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন ও হাসান মুরাদ বিপ্লব, সুরঞ্জিত বড়ুয়া লাভু, দিদারুল আলম, সুমন দেবনাথসহ আরও কয়েকজন প্রার্থী রয়েছেন।
সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আরশেদুল আলম বাচ্চু, নগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য সনত বড়ুয়া ও নুরুল আনোয়ার, নগর ছাত্রলীগের বর্তমান সভাপতি ইমরান আহমেদ ইমু ও সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রণি, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, ইঞ্জিনিয়ার আবু মোহাম্মদ মহিউদ্দিন, ইয়াছির আরাফাত, করোনা আইসোলেশন সেন্টারের উদ্যোক্তা মোহাম্মদ সাজ্জাত হোসেন, আবু নাছের চৌধুরী আজাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন, গোলাম রসুল নিশান, সাইফুল আলম লিমনসহ অনেকেই প্রার্থী হয়েছেন।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৩ সালে মহিউদ্দিন বাচ্চুকে আহ্বায়ক করে চট্টগ্রাম নগর যুবলীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছিল। তবে দীর্ঘ ৯ বছরেও সেই কমিটি আর পূর্ণাঙ্গ হয়নি।













