১৬ ডিসেম্বর ২০২৫

রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে দোকান-শপিংমল

বাংলাধারা ডেস্ক  »

রোজাদার ভাইবোনদের কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারাদেশের দোকানপাট-শপিংমল, মার্কেট বিকাল ৫টার পরিবর্তে রাত নয়টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। রবিবার (২৫ এপ্রিল) দুপুরে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

মোহা. শফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের বিস্তার রোধে স্বাস্থ্যবিধি মেনে রাত ৯টা পর্যন্ত রাজধানীর দোকান ও শপিংমল খোলা রাখা যাবে। তবে মার্কেটের মালিক সমিতিকে স্বাস্থ্যবিধির বিষয়টি নিশ্চিত করতে হবে।

ব্যবসায়ীদের দাবি মুখে সরকার রবিবার থেকে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে রবিবার দোকানপাট ও শপিংমল খোলা রাখার সময় আরও বাড়ানো হয়।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ