৮ ডিসেম্বর ২০২৫

রানুকে আস্ত বাড়ি উপহার দিলেন সালমান খান

বাংলাধারা বিনোদন »

‘রানাঘাটের লতা’ রানু মণ্ডলের নাম এখন গোটা দুনিয়া জানে ৷ জীবনটা তাঁর বদলে গিয়েছে এক ভিডিওতে ৷ সেই ভিডিওতে রানুর গলায় ‘এক প্যয় কা নগমা হ্যয়’ মুহূর্তে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় ৷ এরপর রানাঘাট স্টেশনের ভবঘুরের জীবন থেকে পৌছে বলিউডে ৷

যাঁকে কেউ কোনওদিন পাত্তা দেয়নি, যাঁকে সকলে ভবঘুরে ভাবত- সেই রাণু মণ্ডল মুম্বাইয়ে হিমেশ রেশমিয়ার সঙ্গে গান রেকর্ডিং করে আজ লাইমলাইটের কেন্দ্রে। এটা কেবল রাণু মন্ডলের নয়, সমগ্র এলাকার গর্ব বলে মনে করছেন রানাঘাটের বাসিন্দারা।

লাইম লাইটে আসার পর রানুর মেয়েও তাঁর সঙ্গে দেখা করেন ৷ মাকে বাড়ি নিয়ে যান ৷ অথচ ১০ বছর মায়ের খোঁজ নেননি সেই মেয়ে ৷

রানু ভাইরাল হওয়ার পরেই শোনা গিয়েছিল তিনি ডাক পেতে চলেছেন বিগ বসের ঘরে ৷ এবার অবশ্য সালমান খানের তরফে এল আসল চমক ৷ এমনিতেই বহু সমাজসেবা মূলক কাজ করার জন্য জনপ্রিয় ভাইজান ৷ এবার তাঁর কাছ থেকেই এল প্রস্তাব ৷ রানুকে ৫৫ লাখ টাকার আস্ত বাড়ি উপহার হিসাবে দিলেন সাল্লু ভাই ৷

বাংলাধারা/এপএস/এমআর

আরও পড়ুন