খাগড়াছড়ি জেলার রামগড়ে অবৈধভাবে বালু উত্তোন করে বিক্রির অপরাধে সোনাইপুল গ্রামের মো. ওমর শরীফ (৩২) কে ঘটনাস্থল থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ৫ হাজার ঘণফুট সাদা বালু, সেলো মেশিন ও পাইপ সেট ২টি, এস্কেভেটর, বালু পরিবহনের কাজে নিয়োজিত ১টি ট্রাক জব্দ করা হয়।
মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে রামগড় উপজেলার ১নং ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাতিরখেদা নামক এলাকার পাহাড়ের পাদদেশে ইজারা ব্যতীত অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অপরাধে রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মানস চন্দ্র দাস এ অভিযান পরিচালনা করে অভিযুক্তকে অর্থদণ্ডে দণ্ডিত করেন।
তিনি জানান, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বাংলাদেশ বালু ও মাটি ব্যবস্থাপনা আইন- ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় অভিযুক্তকে ৩ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ডের অর্থ নগদ পরিশোধ করায় আসামিকে সতর্ক করে খালাস দেওয়া হয়।জব্দকৃত মালামাল রামগড় থানার এক উপ-পরিদর্শকের জিম্মায় দেওয়া হয়।
তিনি আরও বলেন, জনস্বার্থে পরিবেশ বিধ্বংশী এমন অপরাধমূলক কর্মকার্ডের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।