৫ নভেম্বর ২০২৫

রামগড় চা বাগানে বজ্রপাত, ৬ শ্রমিক আহত

ফটিকছড়ি উপজেলার রামগড় চা বাগানে কাজ করার বজ্রপাত হলে এতে সময় ৬ শ্রমিক আহত হয়েছে। সোমবার (২৮ আগষ্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার বাগান বাজার ইউনিয়নের চা বাগানে কাজ করার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন রামগড় চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজগর।

আহতরা হলেন- শিপন দাস(৩০), অর্চনা বাউরি(৪২), অঞ্জলি তুরি(৪০), লতা মনি বাউরি(৪০), রোমানি দাস(৩৫) এবং মিতা কর্মকার(৩৫)।

পঞ্চায়েত কমিটির সভাপতি মদন রাজ বলেন, দুপুর সোয়া ১টার দিকে ঝড়, বৃষ্টি শুরু হয়। এ সময় ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে বাগানে কাজ করার সময় তারা আহত হন। আহতদেরকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।এরই মধ্যে মিতা কর্মকার সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ