২৮ অক্টোবর ২০২৫

রামপুরবাসীকে ঘরে থাকার পরামর্শ দিয়ে নববর্ষের শুভেচ্ছা জানালেন লিটন

বাংলাধারা প্রতিবেদন »  

আজ পহেলা বৈশাখ। এ বছর এমন একটা সময়ে সারাদেশ বাংলা নববর্ষের দিনটি অতিবাহিত করছে যখন সারাবিশ্ব নভেল করোনাভাইরাসের সংক্রমণে বিপর্যস্ত। বিশ্বব্যাপী প্রতিদিন হাজার হাজার মানুষ এ ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং মৃত্যুবরণ করছে। বাংলাদেশও আজ এ ভাইরাসের আক্রমণের শিকার। মাননীয় প্রধানমন্ত্রীও জনসমাগম এড়াতে সকল অনুষ্ঠান বন্ধ রেখে বাসায় থেকে সকলকে নববর্ষ পালনের আহ্বান জানিয়েছেন। কাজেই করোনা প্রতিরোধে রামপুরবাসীকে বাসায় থেকে নববর্ষ উদযাপনের অনুরোধ করেছেন ২৫ নং রামপুর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী আবদুস সবুর লিটন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) রামপুরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান তিনি।

রামপুরবাসীকে উদ্দেশ্য করে আবদুস সবুর লিটন বলেন, এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে দেশ ও দেশের জনগণকে করোনার ছোবল থেকে রক্ষা করা। আর এ জন্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলা ও সামাজিক দূরত্ব নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকার ইতোমধ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তাই আসুন আতঙ্কিত না হয়ে সচেতন হয়ে করোনা মোকাবিলা করি। নিজে সতর্ক হই, অন্যকেও সতর্ক করি।’

লিটন বলেন, অতীতের সব গ্লানি ও বিভেদ ভুলে বাংলা নববর্ষ জাতীয় জীবনের সর্বক্ষেত্রে আমাদের ঐক্যকে আরও সুসংহত করবে। সকল অশুভ ও অসুন্দরের ওপর সত্য ও সুন্দরের জয় হোক। ফেলে আসা বছরের সব শোক-দুঃখ-জরা দূর হোক, নতুন বছর নিয়ে আসুক সুখ ও সমৃদ্ধি- এ প্রত্যাশা করি।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন