বাংলাধারা প্রতিবেদক »
ইস্পাহানি মহানগরী পাইওনিয়ার ফুটবল লিগ-২০২২ আসরে চ্যাম্পিয়ন রামপুর ফুুটবল দলের সংবর্ধনা অনুষ্ঠান গত ২৩ আগস্ট প্যানেল মেয়র আবদুস সবুর লিটনের বাস ভবনে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক আবদুল মান্নান খোকনের সভাপতিত্বে ও ম্যানেজার মো. ফরিদের সঞ্চলনায় এতে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কর্ণধার বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্যানেল মেয়র ও রামপুর ওয়ার্ড কাউন্সিলর এবং কর্ণধার আবদুস সবুর লিটন।
এ সময় আরও উপস্থিত ছিলেন দলের প্রধান কোচ সাঈদুল আলম বুলবুল, কোচ নজরুল বাবু, সমন্বয়কারী মো. আলমগীর, সহকারী সমন্বয়কারী মো. বেলাল, সাহেদ, ইকবাল, ইস্কান্দার, মুন্না প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, যুব সমাজকে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় মনোনিবেশ করে বিশ্ব দরবারে বাংলাদেশকে পরিচিত করতে হবে। মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে খেলাধুলার প্রয়োজন রয়েছে। বর্তমান সরকারের আমলে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে অনেক সাফল্য বয়ে এনেছে। তিনি রামপুর একাদশের খেলোয়াড়দের মাঝে সার্টিফিকেট, ট্র্র্যাক স্যুট, নগদ অর্থ প্রদান করেন।












