৮ ডিসেম্বর ২০২৫

রামপুরের মানুষের হৃদয়ে থাকতে চায় আব্দুস সবুর লিটন

বাংলাধারা প্রতিবেদন »  

আসন্ন চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে ২৫ নং রামপুর ওয়ার্ডে কাউন্সিলর পদের জন্য আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন আব্দুস সবুর লিটন। আগামী ২৯ মার্চ অনুষ্ঠিতব্য এ চসিক নির্বাচনে স্থানীয় মানুষ তাকে ভোট দিয়ে বিজয়ী করে রামপুরের কাউন্সিলর হিসাবে দেখতে চায়।

ঈদগাঁ বৌ বাজার দুলহান ক্লাব কমিউনিটি সেন্টারে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিকালে সংবর্ধনার আয়োজন করেছে এলাকাবাসী।

মনোনয়ন ঘোষণার পর শুক্রবার তিনি প্রথম এলাকাবাসীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন। এসময় রামপুরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে লিটনকে কাউন্সিলর হিসেবে দেখতে চেয়ে বহু মানুষ বিভিন্ন ভাবে এলাকায় প্রচার করছে। এছাড়া বর্তমানে প্রচার প্রচারনার সবচেয়ে বড় মাধ্যম ফেসবুকে তাকে কাউন্সিলর হিসেবে দেখতে চেয়ে অসংখ্য ব্যাক্তি জোরেসোরে প্রচারনা চালাচ্ছেন। সবার একটাই কথা চসিক নির্বাচনে ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর হিসাবে আব্দুস সবুর লিটনকে দেখতে চায় তারা।

নির্বাচনের বেশ আগে স্থানীয় মানুষ স্ব স্ব উদ্দোগে এমন প্রচারে নামার বিষয়ে জানতে চেয়ে একাধিক ব্যাক্তির সাথে কথা হয়। তারা জানায়, এবারের চসিক নির্বাচনে রামপুরের যোগ্য প্রার্থী হিসেবে আব্দুস সবুর লিটনের তুলনা হয়না। আমরা তাকে ঘিরে প্রচারণায় নেমেছি আর তাকেই নির্বাচনে কাউন্সিলর হিসাবে দেখতে চাই। আর নির্বাচনের আগে তার এই তুমুল জনপ্রিয়তার কারন হিসেবে তারা দেখছেন তার ব্যক্তিত্বকে, তার সততা ও নিষ্ঠাকে, কর্মতৎপরতাকে।

মাদকের বিরূদ্ধে কঠোর অবস্থান, এলাকার সকল মানুষকে আইনী সহযোগিতা, যুবসমাজকে সঠিক নেতৃত্ব প্রদান, রাজনীতিতে কর্মি সমার্থকদের মধ্যে আস্থাশীলতা তৈরি, এলাকার আরো বেশি উন্নয়ন করতে তার তুলনা হয়না। এছাড়াও ২০১০ সালে কাউন্সিলর নির্বাচিত হয়ে অনেক কাজের মধ্যে দিয়েই সর্বস্তরের মানুষের মনে স্থান করে নিয়েছে আব্দুস সবুর লিটন।

নির্বাচনের বিষয়ে কথা বলতে চাইলে এই তরুণ সমাজসেবক আব্দুস সবুর লিটন বলেন, আমার ছোট বেলা থেকেই মনে মনে আশা ছিল আমি যদি আমার এলাকাবাসীর সেবা করতাম, আর সেবা করতে একজন জনপ্রতিনিধি হওয়া দরকার। তাই আমি ২০১০ সালে কাউন্সিল হিসাবে নির্বাচন করে বিপুল ভোটে জয়লাভ করি। আমি বিশ্বাস করি এই এলাকার জনগণ আমাকে আমার আদর্শকে এবারও ভোট দিবে। আমি আমার প্রিয় রামপুর এলাকার সকল ধর্মের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করি, এবং সকলের সুখশান্তি চাই, এটাই আমার প্রত্যাশা।

গতকাল শুক্রবার মনোনয়ন পেয়ে ঢাকা থেকে প্রথম চট্টগ্রামে তার এলাকায় আসেন। তাকে কাছে পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে উঠেন। আবেগে অনেকেই জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। এ সময় আব্দুস সবুর লিটন তার পাশে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।

আব্দুস সবুর লিটন বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। তাই মানুষের হৃদয়ে নাম লেখার চেষ্টা করেছি। মানুষের ভালবাসা অর্জনের চেষ্টা করেছি। কারণ মানব সেবাই সর্বোৎকৃষ্ট ইবাদত। ২০১৫ সালের চসিক নির্বাচনে শত ষড়যন্ত্রের মধ্যেও রামপুরবাসী আমাকে ভুলে যায়নি। আমি আমৃত্যু রামপুরবাসীর এই ঋণ পরিশোধের চেষ্টা করব। আমি রামপুরের মানুষের হৃদয়ে থাকতে চাই।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন