বাংলাধারা প্রতিবেদক »
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে দেশে নিম্ন আয়ের ১ কোটি পরিবারের কাছে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রমের অংশ হিসেবে চট্টগ্রাম নগরীর ২৫ নং রামপুর ওয়ার্ডে পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন হয়েছে।
রোববার (২০ মার্চ) এই পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সাবেক ভারপ্রাপ্ত মেয়র, ২৫ নং রামপুর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র আবদুস সবুর লিটন।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ২৬ নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ইলিয়াছ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর হুরে আরা বিউটি।

এসময় প্যানেল মেয়র আবদুস সবুর লিটন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় গরিব দুঃখী মানুষের কথা ভাবেন । যে কারণে তিনি দরিদ্র জনগোষ্ঠীর কাছে পবিত্র রমজান মাস উপলক্ষে ভর্তুকি মূল্যে পণ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন। সারাদেশে ১ কোটি মানুষকে এই পণ্য দেয়া হবে।
লিটন আরও বলেন, সাধারণ মানুষ যাতে রমজান মাসে কষ্ট না পায় সে জন্য সরকার এ ব্যবস্থা করেছেন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুখী সমৃদ্ধিশালী দেশ উপহার দিতে পারে- সে জন্যই এ ধরনের কর্মসূচি নেয়া হয়েছে।













