কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের রামুতে অবৈধ বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে রামু উপজেলা প্রশাসন। বুধবার (১৪ সেপ্টেম্বর) রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা ও সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার পৃথক অভিযান পরিচালনা করেন।
এসময় চাকমারকুলের মিয়াজি পাড়া, লম্বরী পাড়া এবং সিকদারের চর এলাকায় শওকত আলী, মো. কামাল এবং জাহাঙ্গীর আলমকে তিনটি পৃথক মামলায় পঞ্চাশ হাজার টাকা করে মোট দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়।
অপরদিকে, সহকারী কমিশনার (ভূমি) নিরুপম মজুমদার পরিচালিত অভিযানে উত্তর খুনিয়াপালং এলাকার বলিপাড়ার বানিয়ার ছড়া নামক স্থানে তারেকুল ইসলাম নামক এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর বিধি লংঘনের দায়ে পৃথকভাবে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপরাধীদের মুচলেকা গ্রহণ ও জরিমানা আদায়পূর্বক ছেড়ে দেয়া হয়। প্রকৃতি রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন তিনি।













