কক্সবাজারের রামু উপজেলায় গরু চোরাচালানের বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে মো. নবী (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের চৌধুরী খামার এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মো. নবী ইউনিয়নের পশ্চিম গুনিয়াকাটা এলাকার বাসিন্দা এবং মৃত আলী আকবরের ছেলে।
জানা গেছে, সম্প্রতি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে মিয়ানমার থেকে গরু চোরাচালানের ঘটনা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সোমবার সন্ধ্যায় কাউয়ারখোপের চৌধুরী খামার এলাকায় গরু পাচারের বিরোধকে কেন্দ্র করে নবী হোসেনের সঙ্গে তার চাচাতো ভাই মোহাম্মদ হানিফসহ আরও কয়েকজনের তর্কাতর্কি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের ছোড়া গুলিতে নবী হোসেন নিহত হন।
রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন কান্তি চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি একটি গহীন এলাকায় ঘটেছে। প্রাথমিক তদন্তে কিছু তথ্য পাওয়া গেলেও বিস্তারিত তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সেই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এআরই/বাংলাধারা













