কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুতে যাত্রীবাহী মারসা বাস-টমটমের (ইজিবাইক) সংঘর্ষে আবদুল গনি (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালের দিকে মহাসড়কের জোয়ারিয়ানালা বিকেএসপি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আবদুল গনি জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মুরাপাড়া এলাকার মো. জলিলের ছেলে। আহতদের মাঝে ইজিবাইক চালক নুরুল আজিমের অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। নুরুল আজিম (২৪) জোয়ারিয়ানালা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পূর্ব জোয়ারিয়ানালা গ্রামের জাফর আলমের ছেলে। বাকি আহতদের নাম জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে যাত্রীবাহী মারসা বাস চট্টগ্রামের দিকে যাচ্ছিল। রামুর জোয়ারিয়ানালা বিকেএসপি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক দিয়ে আসা টমটমের সাথে সংঘর্ষ হয়। বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় টমটমটি। এসময় টমটমে থাকা যাত্রী ও চালাকসহ ৫-৬ জন গুরুত্বর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক গনিকে মৃত ঘোষণা করেন।
জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স বলেন, নিহত আবদুল গনি ও সুরত আলম নামে দুজন শ্রমিক বিল্ডিংয়ের নির্মাণ কাজে চা-বাগান এলাকায় যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে। তারা উভয়ই জোয়ারিয়ানালার বাসিন্দা।
রামু হাইওয়ে থানা পুলিশের এসআই জয়নাল আবেদীন বলেন, দুর্ঘটনায় নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাস ও টমটম পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।













