৯ নভেম্বর ২০২৫

রামুতে সোয়া লাখ ঘনফুট বালি জব্দ করল প্রশাসন

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের রামু উপজেলায় অভিযান চালিয়ে সোয়া লাখ ঘনফুট বালি জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৪ ফ্রেরুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত রামু উপজেলার গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নে বালিখেকোদের মজুদ করে রাখা ৬টি পয়েন্টে প্রায় একলাখ ১০ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা। তবে এসময় বালি উত্তোলনকারি কাউকে পাওয়া যায়নি।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা মুস্তফা গর্জনিয়া ও কচ্ছপিয়াতে পাহাড় ও বালি খেকোদের বিরোদ্ধে অভিযান চালান। এ সময় দুই ইউনিয়নের ৬টি পয়েন্ট থেকে বেশ কিছু বালি জব্দ করা হয়েছে। অভিযানকালে পূর্ব জুমছড়ি থেকে ১২ হাজার ঘনফুট, রাজঘাট হতে ৫ হাজার ঘনফুট, বড় জামছড়ি হতে ২০ হাজার ঘনফুট, খালের উভয়কুলে দুই পয়েন্টে মোট ৪০ হাজার ঘনফুট, বড় জামছড়ি খালের পার হতে ১০ হাজার ঘনফুট, বড় জামছড়ি কালা বাদশার বাড়ির উত্তর ও দক্ষিণ দু’পাশ হতে ২০ হাজার ঘনফুট বালি জব্দ করা হয়। অভিযানে গর্জনিয়ার তহশীলদার সৈয়দ নূর, আনসার, ব্যাটেলিয়ন ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।

রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মুস্তফা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ বালু জব্দ করা হয়েছে। বিকালে ওই বালু এক লাখ ১০ হাজার ঘনফুট হিসেবে প্রকাশ্যে নিলামে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ