২৩ অক্টোবর ২০২৫

রায়পুর চর বংশী ইউনিয়ন বিএনপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩ প্রার্থী জয়

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৮নং চর বংশী ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র ইউনিয়ন কাউন্সিল নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

৮নং চর বংশী ইউনিয়ন বিএনপির কাউন্সিল নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার এড. হারুনুর রশিদ (বেপারী) বলেন, ১৫ আগস্ট শুক্রবার নির্বাচন হওয়ার কথা থাকলেও প্রার্থীর প্রতিদ্বন্দ্বি না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন হারুনুর রশিদ (হাওলাদার), সাধারণ সম্পাদক আমিনুল আজিজ বাদশা (গাজী), সাংগঠনিক সম্পাদক আবু তাহের (আখন) নির্বাচিত হয়েছেন।

উপজেলা বিএনপির আহ্বায়ক জেডএইচএম নাজমুল ইসলাম মিঠু ও সদস্য সচিব শফিক ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ীদের নাম নিশ্চিত করেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নেতা ও তাদের বক্তব্য:

হারুনুর রশিদ (সভাপতি): ৮নং চর বংশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় রায়পুর উপজেলার নেতৃবৃন্দ ও ইউনিয়ন বিএনপির সকল নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

আমিনুল আজিজ বাদশা (সাধারণ সম্পাদক): ৮নং চর বংশী ইউনিয়নের সাবেক সভাপতি, রায়পুর উপজেলা অভিভাবক বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক এমপি আবুল খায়ের ভূঁইয়ার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি ধন্যবাদ জানিয়েছেন।

আবু তাহের স্বপন (সাংগঠনিক সম্পাদক): সাবেক সদস্য, রায়পুর উপজেলা বিএনপি ও ইউনিয়ন নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নির্বাচিত হওয়ায় ধন্যবাদ জানিয়েছেন।

আরও পড়ুন