বাংলাধারা ডেস্ক »
ইউক্রেনের পূর্বে দোনেৎস্ক অঞ্চলের লিমান শহরের নিয়ন্ত্রণ নিয়েছে রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদী মিলিশিয়া। ইউক্রেন কতৃপক্ষ তথ্যটি জানিয়েছেন। দোনেৎস্ক অঞ্চলের গভর্নর পাভলো কিরিলেঙ্কোর দাবি, লিমান শহর রুশ সেনাদের দখলে রয়েছে। এবং ইউক্রেনের সেনাবাহিনী ওই এলাকা পুনরুদ্ধারে তৎপর রয়েছে।
বিবিসি সুত্রে জানায়, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা ওলেকসি আরেস্তোভিচ এক ভিডিওতে লিমান শহরের নিয়ন্ত্রণ হারানোর কথা জানতে পারেন। রাশিয়ার হামলাকে সুপরিকল্পিত উল্লেখ করে তিনি বলেন, ‘‘রাশিয়া তাদের সেনাবাহিনীর আভিযানিক ব্যবস্থাপনা ও কৌশলগত দক্ষতা বাড়িয়েছে।”
রেল যোগাযোগের জন্যও গুরুত্বর্পূণ লিমান শহর। তবে যুদ্ধ পরিচালনার ভৌগলিক গুরুত্বের কারণে অনেক আগে থেকেই শহরটি দখলে নেওয়া রাশিয়াপন্থি বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য ছিল।













