৭ নভেম্বর ২০২৫

রাশিয়া-ইউক্রেনকে নতুন দফা আলোচনার প্রস্তাব তুরস্কের

আন্তঃর্জাতিক ডেস্ক»

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েব এরদোয়ান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে নতুন করে আলোচনা অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন। গতকাল (সোমবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমি পুতিনের সঙ্গে টেলিফোন আলাপে তিনি এই প্রস্তাব দেন। এরদোয়ান বলেছেন, নতুন দফা এই আলোচনা অনুষ্ঠানের জন্য স্বাগতিক দেশ হিশেবে তুরস্ক প্রস্তুত রয়েছে।

সম্ভাব্য নতুন দফা এ আলোচনার বিষয়ে তুর্কি প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয়েছে, নীতিগতভাবে উভয় পক্ষ সম্মতি দিলে ইস্তাম্বুলে আলোচনা অনুষ্ঠানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আঙ্কারা প্রস্তুত রয়েছে। এই আলোচনায় জাতিসংঘের প্রতিনিধিরাও থাকতে পারেন বলে ইঙ্গিত দেয়া হয়েছে।

এরদোয়ান বলেছেন, যুদ্ধের প্রভাব কমাতে দ্রুত পদক্ষেপ নেয়া জরুরি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্র তৈরিতে দু দেশের মধ্যে যত দ্রুত সম্ভব আস্থা সৃষ্টি করা দরকার।

উল্লেখ্য আগে দু দেশের মধ্যে কয়েক দফা আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গত মাসে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার আলোচনা স্থগিত হয়ে যায়।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ