২৪ অক্টোবর ২০২৫

রাশিয়ায় কার্গো উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক »

রাশিয়ায় একটি কার্গো উড়োজাহাজ অবতরণের সময় বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে।

ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, স্থানীয় সময় শুক্রবার সকালে রাশিয়ার রাইয়াজান শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ইলিউশিন আইএল-৭৬ উড়োজাহাজটি অবতরণের সময় বিধ্বস্ত হয়। এসময় উড়োজাহাজটিতে আগুন ধরে যায়।

বিধ্বস্ত হওয়ার সময় উড়োজাহাজটিতে নয়জন আরোহী ছিলেন। এ দুর্ঘটনায় ছয় আরোহী আহত হয়েছেন বলে জানিয়েছে ইন্টারফ্যাক্স।

তবে কার্গো উড়োজাহাজটি কোন সংস্থা পরিচালনা করছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আরও পড়ুন