বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রামে এক মানসিক ভারসাম্যহীন মা ও তার নবজাতককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন পুলিশ।
আজ বৃহস্পতিবার (৪মার্চ) সকালে নগরীর বন্দর এলাকার আর্মি এম্বারকেশন এর ফুটপাতে পড়ে থাকা মানসিক ভারসাম্যহীন মা ও সদ্য ভূমিষ্ঠ হওয়া কন্যা সন্তানকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
জানা যায়, সকালে বন্দর থানার একটি টহল টিমের হঠাৎ নজরে পড়ে এই দৃশ্য। এরপর সেই টিমে থাকা এএসআই মো. আমান উল্ল্যার নেতৃত্বে মা ও শিশুকে গাড়িতে তুলে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে নিয়ে যায়। এসময় সময় মা ও শিশুটিকে হাসপাতালে নিয়ে যেতে সহযোগিতা করে কয়েকজন নারী পোশাক শ্রমিক।
পোশাক শ্রমিক থেকে শুরু করে পুলিশ সবাই মানসিক ভারসাম্যহীন মায়ের পাশে দাঁড়ালেও শেষ পর্যন্ত ভূমিষ্ঠ হওয়া সন্তানের বাবার সন্ধান পায়নি পুলিশ।
বন্দর থানার ওসি (তদন্ত) গাজী ফৌজুল আজীম সংবাদ মাধ্যমকে জানান, ‘রাস্তায় প্রসব যন্ত্রণায় ছটফট করছিলেন আধবয়সী এই নারী। পরে বন্দর থানা পুলিশের এএসআই মো. আমান উল্ল্যাহ তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে মা-মেয়ে দুজনই সুস্থ আছেন।
বাংলাধারা/এফএস/এআই













