বাংলাধারা প্রতিবদেক »
নগরীর পাহাড়তলীতে রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করায় সত প্রতিষ্ঠানের বিরুদ্ধ মামলাসহ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ মে) পাহাড়তলীর ডিটি রোড ও পোর্ট কানেকটিং রোডের সংযোগ সড়ক এলাকায় অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করা হয়।
চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) কালাম চৌধুরী এসব তথ্য জানান।













