বোয়ালখালী প্রতিনিধি »
রিকশায় চড়ে বোয়ালখালী উপজেলার বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেছেন চট্টগ্রাম-৮ আসনের সাংসদ মোছলেম উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সকালে পৌরসভার কধুরখীল তার নিজ বাড়ি থেকে রিকশায় চড়ে বোয়ালখালীর বিভিন্ন সড়ক ও কালভার্টের উন্নয়ন কাজ পরিদর্শণ করার পাশাপাশি বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে হাত বাড়িয়ে কুশল বিনিময় করে তাদের দুঃখ দুর্দশার কথা শুনেন এবং মানুষের দুর্ভোগ লাগবে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দেন তিনি।
এসময় নিজেদের এলাকার সাংসদকে এভাবে সাধারণ মানুষের বেশে দেখে মানুষ বিস্ময় প্রকাশ করেন।
সাংসদের সাথে ছিলেন পৌরসভার মেয়র জহুরুল ইসলাম জহুর, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন, বীর মুত্তিযোদ্ধা আবুল বশর, উপজেলা সহকারী প্রকৌশলী মো. ফারুক, প্যানেল মেয়র তারেকুল ইসলাম, আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী ও স্থানীয় জনগণ।
এসময় তার গ্রামের বাড়ী থেকে রিকসা যোগে রওনা হয়ে ৪৩ লাখ টাকা ব্যয়ে বোয়ালখালীর কালুরঘাট-কধুরখীল ও চরণদ্বীপ ইউপি সড়কের সংস্কার কাজ ও ১৬ কোটি ৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত গুইলদ্যাখালী ও জামতল এলাকায় নির্মিত দুটি কালভার্টের কাজ পরিদশর্ণ করেন। এ সময় তিনি এ ধরনের অবকাঠামো উন্নয়নে মানসম্মত কাজ করার জন্য প্রকৌশলী ও ঠিকাদারদের বিভিন্ন দিক নিদের্শণা দেন।
এছাড়াও এলাকার বিভিন্ন অভ্যন্তরীণ সড়ক দিয়ে রিকসা নিয়ে যাওয়ার পথে সড়ক ঘেষে দেয়াল নির্মাণ ও অপরিকল্পিতভাব ঘেরা ভেড়া দেয়ায় যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়টি তার নজরে আসলে জনসাধারণ ও যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে এলাকাবাসিকে এগুলো সরিয়ে নিতে আহবান জানান তিনি।
এর আগে তিনি উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক উল্লাহ ‘র সাথে কৃষির উন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং এবার বোয়ালখালীতে আমনের বাম্পার ফলেন তিনি উচ্ছাস প্রকাশ করেন।
মানুষের প্রতি বিনয় হওয়ার পাশাপাশি দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কর্মকান্ড থেকে বিরত থাকতে ছাত্রলীগ নেতাকর্মীদের আহবান জানান।













