৮ ডিসেম্বর ২০২৫

রিমান্ডের প্রথম দিনে ১১ বিয়ের তথ্য দিয়েছে মডেল মৌ

বাংলাধারা ডেস্ক »

বিপুল পরিমাণ বিদেশি মদ, ইয়াবা ও শিসাসহ আটক মডেল মৌ ১১টি বিয়ে করেছেন বলে তথ্য জানিয়েছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে অঢেল সম্পদের উৎস খুঁজে দেখছেন তারা। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে মৌ’র বাসা সিসিটিভি ফুটেজ।

ডিবি জানিয়েছে, মডেল মৌ ধনাঢ্য ব্যবসায়ীয়ের ফাঁদে ফেলে বিয়ে করতেন। এরপর তাদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিয়ে অন্যজনের সাথে বিয়ের পিঁড়িতে বসতেন।

ডিবি আরও জানিয়েছে, মডেল মৌ’র সর্বশেষ স্বামী একটি আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক। তিনিও জানতেন মৌয়ের সব অপকর্ম সম্পর্কে। কিন্তু তার কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে বিপুল পরিমাণ অর্থ দিয়ে সরে গেছেন। জানা গেছে, সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ী হওয়ায় এসব বিষয়ে নিয়ে তেমন একটা সাড়া শব্দ করতেন না স্বামীরা।

ডিবি সূত্রে আরও জানা যায়, রাজধানীর মোহাম্মদপুরে একটি আলিশান বাড়ি রয়েছে তার। এছাড়া লেক্সাস, টয়েটো ও পাজেরো ব্রান্ডের তিনটি দামি গাড়ি রয়েছে তার। অথচ গোয়েন্দা সংশ্লিষ্টরা তার কোনো বৈধ আয়ের উৎস খুঁজে পায়নি।

আরও জানা যায়, মৌ’র নিয়ন্ত্রণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে অর্ধশতাধিক সুন্দরী নারী রয়েছে। তাদের মাধ্যমে ধনাঢ্য ব্যক্তিত্বদের টার্গেট করাতেন মৌ। এরপর কৌশলে বাসায় নিয়ে এসে মদ খাইয়ে নগ্ন ছবি তুলতেন তারা। তারপর ব্লেকমেইল করে টাকা হাতিয়ে নিতেন।

ডিবি সূত্রে আরও জানা যায়, দরিদ্র পরিবারের তরুণী ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের নিয়েই তার এই চক্র। তারা দিনের বেলায় লোকচক্ষুর আড়ালে থেকে রাতের বেলায় সক্রিয় হতেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির এক কর্মকর্তা জানান, গ্রেফতারের পর তিন দিনের রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে মৌ এসব তথ্য জানান।

বাংলাধারা/এফএস/এআই

আরও পড়ুন