২৯ অক্টোবর ২০২৫

রিয়াল মাদ্রিদ ছাড়লেন জিদান

বাংলাধারা স্পোর্টস  »

রিয়াল মাদ্রিদের ম্যানেজার হিসেবে প্রথম দফায় তিন মৌসুমে টানা তিন চ্যাম্পিয়নস লিগ জিতেছিলেন জিনেদিন জিদান। দ্বিতীয় দফায় অবশ্য এত সাফল্য পাননি। ২০১৯/২০ মৌসুমে লিগ জিতেছিলেন বটে, কিন্তু এ মৌসুম শেষ হয়েছে কোনো ট্রফি ছাড়াই। আর তাতেই আপাতত শেষ জিদানের রিয়াল মাদ্রিদ অধ্যায়ের দ্বিতীয় পর্ব।

বৃহস্পতিবার(২৭ মে) এক আনুষ্ঠানিক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ জানায়, আগামী মৌসুমে তাদের ডাগআউটে থাকবেন অন্য কেউ।

‘রিয়াল মাদ্রিদ ঘোষণা করছে যে জিনেদিন জিদান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। এখন সময় তার সিদ্ধান্তকে সম্মান জানানোর এবং এত বছর ধরে তার পেশাদারত্ব, পরিশ্রম ও নিষ্ঠার জন্য তাকে তারিফ করা। সে জানে সে রিয়াল মাদ্রিদের হৃদয়ে আছে এবং রিয়াল মাদ্রিদ সব সময় তার বাড়ি হয়ে থাকবে,’ এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় স্প্যানিশ ক্লাবটি।

প্রথম মেয়াদে রিয়াল মাদ্রিদ টানা তিনটি ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ জেতার পর জিদান ক্লাব ছেড়েছিলেন ২০১৭/১৮ মৌসুমের শেষে। কিন্তু পরের মৌসুমে দুজন ম্যানেজার এসে ব্যর্থ হলে মৌসুমের শেষ ভাগে আবারও দায়িত্ব পান জিদান। দায়িত্ব পেয়ে চ্যাম্পিয়নস লিগে সাফল্য না পেলেও ২০১৯/২০ মৌসুমে রিয়ালকে লা লিগা শিরোপা জেতান তিনি। কিন্তু এ মৌসুমে ব্যর্থতার পর নিজে থেকেই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেন জিদান। গুঞ্জন শোনা যাচ্ছে, সার্জিও রামোসের সঙ্গে রিয়াল মাদ্রিদ চুক্তি নবায়ন না করাতেই জিদানের এমন সিদ্ধান্ত।

জুনে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে তাদের অধিনায়ক রামোসের। কিন্তু এখন পর্যন্ত নতুন চুক্তিতে রাজি হতে পারেনি দুই পক্ষ।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন