৩০ অক্টোবর ২০২৫

রুট কমপ্লিট না করা ও রুট পরিবর্তনের অপরাধে ৯ বাসকে জরিমানা

বাংলাধারা প্রতিবেদন »

রুট কমপ্লিট না করে মাঝপথ থেকে ঘুরিয়ে দেয়া, এক রুটের বাস অন্য রুটে চলা এবং গণপরিবহনের পারমিট নিয়ে গার্মেন্টসের রিজার্ভ ভাড়া মারার অপরাধে নগরীর অক্সিজেন ও বহদ্দারহাট এলাকায় অভিযান চালিয়ে ৯ টি বাসকে ৯৮ হাজার টাকা জরিমানা করেছে বিআরটিএ’র ভ্রাম্যমান আদালত। যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে ৩ নং রুট ও ১০ নং রুটে অভিযানটি পরিচালিত হয়।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মনজুরুল হক।

মনজুরুল হক জানান, যাত্রীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নগরীর অক্সিজেন ও বহদ্দারহাট এলাকায় ৩ নং রুট ও ১০ নং রুটে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে দেখা যায়, উল্লেখযোগ্য সংখ্যক বাস শেষ গন্তব্যস্থল পর্যন্ত যাচ্ছে না। ৩ নং রুটের অনেক বাস ফতেয়াবাদ না গিয়ে অক্সিজেন থেকে ঘুরিয়ে দিচ্ছে এবং ১নং ও ১০ নং রুটের অনেক বাস কালুরঘাট না গিয়ে বহদ্দারহাট থেকে ঘুরিয়ে দিচ্ছে। এতে ঐ সকল রুটের যাত্রীরা প্রচুর ভোগান্তির শিকার হচ্ছেন।

তিনি বলেন, অক্সিজেন থেকে ফতেয়াবাদের যাত্রীরা এবং বহদ্দারহাট থেকে কালুরঘাট এর যাত্রীরা দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকেও বাস পাচ্ছেন না। বাসের চালক ও হেলপারদের অভিযোগ, রাস্তায় জ্যাম থাকে বিধায় তারা শেষ গন্তব্যে যান না। কিন্তু এ অজুহাতে রুট কমপ্লিট না করার কোন সুযোগ নেই। অপরদিকে ৫ নং রুটের পারমিট নেয়া একটি বাস বহুদিন ধরে চলাচল করছে ১০ নং রুটে। এটা রুট পারমিটের সরাসরি লঙ্ঘন। এক রুটের পারমিট নেয়া বাস অন্য রুটে চলতে পারে না।

অপরদিকে অভিযোগ রয়েছে, নগরীর একাধিক রুটের বাস গণপরিবহনের পারমিট নিয়ে দুপুরের পর থেকে ইপিজেড এর গার্মেন্টসের রিজার্ভ ভাড়ায় চলে যায়। ফলে, দুপুরের পর থেকে বিভিন্ন রুটে সড়কে বাসের সংখ্যা খুবই কমে যায়। এতে নগরবাসী চরম ভোগান্তির মধ্যে পতিত হয়। অফিস ফেরত যাত্রীরা ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও বাস পান না।

তিনি আরো বলেন, ১০ নং রুটের একটি বাস বহদ্দারহাট থেকে ঘুরিয়ে গার্মেন্টসের রিজার্ভ ভাড়া নিতে যাচ্ছিলো। আসলে বাস মালিক ও শ্রমিকরা নানাভাবে আইন লঙ্ঘন করে যাত্রীদের হয়রানি করছে। এটা অন্যায়। এভাবে চলতে দেয়া যায় না। রুট কমপ্লিট না করে মাঝপথ থেকে ঘুরিয়ে দেয়া, এক রুটের বাস অন্য রুটে চলা এবং গণপরিবহনের পারমিট নিয়ে গার্মেন্টসের রিজার্ভ ভাড়া মারার অপরাধে অক্সিজেন ও বহদ্দারহাট এলাকায় আজ ৩ নং ও ১০ নং রুটের ৯টি বাসকে ৯৮ হাজার টাকা জরিমানা করেছি। ভবিষ্যতেও এ বিষয়ে আমার কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/এমআর/টিএম

আরও পড়ুন