বাংলাধারা প্রতিবেদন
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে হত্যা মামলার আসামী হাজতি ফরহাদ হোসেন রুবেল ফাঁসির সেলের ভেতরের দেয়াল টপকে পালিয়েছে বলে ধারণা করছেন তদন্ত কমিটি।
সোমবার (৮মার্চ) সারাদিন ফায়ার সার্ভিসের কর্মীদের দিয়ে ড্রেন, সেফটিক ট্যাংকে তল্লাশি চালানোর পর ঘটনার দিনের সিসি টিভির ফুটেজ যাচাই করে রাতে তদন্ত কমিটির প্রধান ডিআইজি প্রিজন্স মো. ছগির মিয়া এ তথ্য জানিয়েছেন।
তদন্ত সূত্র জানায়, হাজতি রুবেল ভোর ৫টা ১৫ মিনিটে কারাগারের কর্ণফুলী ভবনের ৫ তলার ১৫ নম্বর কক্ষ থেকে বের হন। সেখান থেকে বের হয়ে বাইরের পানির ট্যাংক থেকে হাত মুখ ধুয়ে নেন। এরপর ওই ভবন থেকে নীচে নেমে সাঙ্গু ভবনের পাশে অবস্থিত ফাঁসির মঞ্চের দিকে চলে যান। এরপর থেকে তার আর উপস্থিতি পাওয়া যাচ্ছে না সিসি ক্যামেরায়। তাই তদন্ত কমিটির ধারণা, ফাঁসির মঞ্চের পাশ দিয়ে কারাগারের উচু দেয়াল টপকেই হাজতি রুবেল পালিয়ে গেছেন।
তদন্ত কমিটির প্রধান খুলনা রেঞ্জের ডিআইজি প্রিজন্স মো. ছগির মিয়া একটি সংবাদ মাধ্যমকে জানান, ‘রুবেল পালিয়েছে সেটা শতভাগ সত্য। কোন পথে পালাতে পারে তা নিশ্চিত হতে সম্ভাব্য সব কিছুই যাচাই করা হয়েছে। ঘটনার দিনের সিসি টিভির ফুটেজ দেখেছি। কোনো কোনো ফুটেজে তার উপস্থিতি মিললেও আবার কোনো কোনো ফুটেজে তার উপস্থিতি নেই। তবে একটি ফুটেজে তাকে ফাঁসির মঞ্চের পাশের দেয়ালের দিকে যেতে দেখা গেছে। আবার ওদিকে একটি বিড়ালেরও উপস্থিতিও দেখেছি। তাই শতভাগ নিশ্চিত করে বলতে পারছি না, ওদিকেই সে পালিয়েছে। এরপরও আমাদের ধারণা দেয়াল টপকেই হাজতি রুবেল পালিয়ে যেতে পারে।’
বাংলাধারা/এফএস/এআই













