বাংলাধারা প্রতিবেদন »
চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি দিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
শুক্রবার (১৮ ডিসেম্বর) রাতে হঠাৎ চসিক নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর বাসভবনে উপস্থিত হন দলের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চসিকের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনসহ আরও বেশ কয়েকজন নেতাকর্মী।
এসময় তারা বলেন, চট্টগ্রাম সিটি নির্বাচনে যদি আওয়ামী লীগের মনোনীত বা সমর্থিত প্রাথীর বাইরে বিদ্রোহী প্রার্থী হিসেবে দাঁড়ায় তাহলে কঠোর ব্যবস্থা নিবে। এমনকি দল থেকে বহিষ্কারের পরিনতিও হতে পারে।
উল্লেখ্য, চলতি বছরের ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা মহামারির কারণে ভোটগ্রহণের কয়েকদিন আগেই স্থগিত করা হয় নির্বাচন।তবে গত ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশন থেকে জানানো হয় স্থগিত হওয়া নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী বছরের ২৭ জানুয়ারি। এ লক্ষ্যে কমিশন চারটি ওয়ার্ডে কাউন্সিলর প্রার্থীর মৃত্যুজনিত কারণে পুনঃতফশিল ঘোষণা করে একইদিন ভোটগ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাংলাধারা/এফএস/এআর













