১১ নভেম্বর ২০২৫

রেডিসনে তিন দিনব্যাপী ‘লাইফস্টাইল এক্সপো মেলা’

বাংলাধারা প্রতিবেদক »

আপনার আভিজাত্যের সহযোগী হতে ‘এক্সপ্লোর ইউর অ্যারিস্টোকেসি’ স্লোগানে চট্টগ্রামের একমাত্র পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চিটাগাং বে ভিউতে সোমবার (৩ অক্টোবর) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘লাইফ স্টাইল এক্সপো’। মেলা চলবে ৫ অক্টোবর রাত ৮টা পর্যন্ত।

মেলা উদ্বোধন করেন দেশের উন্নতম প্রধান চিত্রনায়ক ফেরদৌস আহমেদ ও আর জে নিরব।

এতে উপস্থিত ছিলেন এস এল গ্রুপের চেয়ারম্যান মো. লোকমান, ডাইরেক্টর তাসনিয়া মাহজাবিন ও এস.এল এডভান্স টেকনোলজি লিমিটেড’র মো. ফারুক হোসেন, জেনারেল ম্যানেজার (অপারেশন), তোহিদুল আলম শাকিল, সহকারী ব্যবস্থাপক মো. ফয়জান আফজাল, সিনিয়র অফিসার অ্যাকাউন্টস মো. মামুনুর রশিদ (মামুন) ,সিনিয়র অফিসার।

উদ্বোধনের পর অতিথিবৃন্দর সাথে মেলার স্টল পরিদর্শন করেন চিত্রনায়ক ফেরদৌস হমেদ।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ