বাংলাধারা প্রতিবেদন »
চলে এসেছে হ্যালোয়িন এবং তারই সাথে শহরের বিভিন্ন স্থানে শুরু হয়েছে নানা প্রস্তুতি। শহরের একমাত্র পাঁচ তারকা হোটেলটি এরই মাঝে যেন ডেকে পাঠিয়েছে শত শত ভুত ও প্রেতআত্মাদের। জমকালো গুহার মাঝে হাজারো বাদুরের উড়োউড়ি, সাদা ব্যান্ডেজে মোড়ানো মমির মত শরীর। ছোপ ছোপ রক্তের দাগ। মুখে দগদগে সেলাই। রক্তে ভেসে যাচ্ছে মুখ এবং বাকি শরীর।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) প্রতি বছরের ন্যায় এই বছরও ভুতুরে গল্প প্রেমীদের হ্যালোয়িনের আনন্দ ও শিহরণে মাতাতে পূর্ণ রুপে প্রস্তুত রেডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ।

সন্ধ্যা ৬ টা থেকে রাত সাড়ে ১০ টা পর্যন্ত চলবে এ মেলা। সেই সাথে রয়েছে ২ হাজার ৯৫০ টাকা মূল্যের মিনি বুফে ব্যবস্থা।
হাজারো ভুতের মেলা ছাড়াও বাচ্চাদের জন্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, মুভি শো, ম্যাজিক শো, ফেইস পেইন্টিং এবং আকর্ষণীয় সব পুরষ্কার জেতার সুবর্ণ সুযোগ।
বুকিংয়ের জন্যে আগ্রহীরা যোগাযোগ করতে পারেন +৮৮০১৭৭৭৭০১২২২ নাম্বারে।
বাংলাধারা/এফএস/টিএম