দেশজুড়ে জারি থাকা রেড অ্যালার্ট ও প্রবল বর্ষণের কারণে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আগামী ৮ আগস্ট এ পুনর্মিলনী অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে উদযাপন পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুবিধাজনক সময়ে নতুন তারিখ সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।
শনিবার (২ আগস্ট) বিকেলে নগরীর একটি রেস্তোরাঁয় অ্যালামনাই পুনর্মিলনী উদযাপন পরিষদের প্রচার, প্রকাশনা ও মিডিয়া উপকমিটির এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপকমিটির সদস্যসচিব হাফিজ আল আসাদ।
সভায় প্রধান অতিথি ছিলেন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের অ্যাডহক কমিটির আহ্বায়ক মোহাম্মদ আসলাম চৌধুরী এফসিএ। বিশেষ অতিথি ছিলেন সদস্য মোহাম্মদ একরামুল করিম, এম. এ. হালিম, উদযাপন পরিষদের সদস্যসচিব কামরুল হাসান হারুন এবং যুগ্ম সদস্যসচিব এম. ডি. ফখরুল ইসলাম।
সভায় আরও উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন সোহেল, কামরুল মেহেদী, মোহাম্মদ ইব্রাহীম, আবু সাঈদ, রেজওয়ান নূর সিদ্দিকী, প্রচার ও মিডিয়া উপকমিটির সদস্য শাহেদুল ইসলাম, মোহাম্মদ হাসান ও মোহাম্মদ মামুন রশীদ প্রমুখ।
সভায় বক্তারা অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সার্বিক কার্যক্রম এবং সম্প্রতি সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে অনুমোদিত একটি বিতর্কিত কমিটি সম্পর্কে উপকমিটির সদস্যদের অবহিত করেন। বক্তারা জানান, এস. এম. ফজলুল হক ও মুতাসিম বিল্লাহ ফারুকীর নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ ও অগঠনতান্ত্রিক ঘোষণা করে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ সর্বোচ্চ আদালত আপিল বিভাগেও বহাল রয়েছে।
গত ২৮ জুলাই আপিল বিভাগের ১ নম্বর আদালতে শুনানি শেষে এস. এম. ফজলুল হকের ‘লিভ টু আপিল’ খারিজ করে হাইকোর্টকে রুল নিষ্পত্তির আদেশ দেন পূর্ণাঙ্গ বেঞ্চ। আদালতের এই সিদ্ধান্তের ফলে বিতর্কিত কমিটি আইনি বৈধতা হারিয়েছে।
সভায় জানানো হয়, পূর্বনির্ধারিত ৮ আগস্ট পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজনের সব প্রস্তুতি নেওয়া হয়েছিল। তবে রাষ্ট্রীয় রেড অ্যালার্ট ও প্রবল বর্ষণের কারণে শেষ মুহূর্তে অনুষ্ঠান স্থগিত করতে হয়েছে। সুবিধাজনক সময়ে শিগগিরই পুনর্মিলনীর নতুন তারিখ ঘোষণা করা হবে। পুনর্মিলনী অংশগ্রহণকারীদের জন্য উপহার সামগ্রীসহ আকর্ষণীয় বেশ কিছু চমক রাখা হয়েছে।
সভায় আরও জানানো হয়, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বর্তমান বৈধ কাঠামো ও আইনি প্রক্রিয়া সম্পর্কে গণমাধ্যমকে বিস্তারিত জানাতে এবং নতুন তারিখ ঘোষণা করতে শিগগিরই সংবাদ সম্মেলন করা হবে।