বাংলাধারা প্রতিবেদন »
রেলওয়ের জায়গার ওপর গড়ে ওঠা চার শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করে দুই একর জায়গা উদ্ধার করেছে ভূ-সম্পত্তি বিভাগ।
বুধবার (১১ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরীর বন্দর থানাধীন সিজিপিওয়াই এলাকায় এ অভিযানটি পরিচালনা করা হয়। পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন রেলের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহবুবুল করিম।
তিনি বলেন, সেমিপাকা, টিনশেড ঘর তৈরি করে দীর্ঘদিন ধরে ব্যবসা করে আসছিলো কিছু অসাধু চক্র। শুধু ঘর নয়, কেউ কেউ দোকান খুলে তা আবার ভাড়াও দিয়েছে। সকাল থেকে বিকেল পর্যন্ত এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলওয়ের দুই একর জায়গা উদ্ধার করা হয়েছে।
বাংলাধারা/এফএস/টিএম
				












