রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (সিওপিএস) মো. শহিদুল ইসলামকে ঢাকায় বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (১৯ জুন) রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব কামরুল হাসান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয় , যুগ্ম-মহাপরিচালক (অপারেশন) পদে তাকে রেলভবনে। পূর্বাঞ্চলে তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন রেলওয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. সফিকুর রহমান।
একই আদেশে রেলভবনের বর্তমান যুগ্ম-মহাপরিচালক (অপারেশন) (চলতি দায়িত্ব) এ এম সালাহ উদ্দিনকে বদলি করে যুগ্ম-মহাপরিচালক (উন্নয়ন–ট্রাফিক) (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এআরই/বাংলাধারা