২৬ অক্টোবর ২০২৫

রেলওয়ের টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি তদন্তে কমিটি

বাংলাধারা ডেস্ক »

বাংলাদেশ রেলওয়ের ক্রয় নীতিমালা সঠিকভাবে অনুসরণ ও টেন্ডার প্রক্রিয়ায় দুর্নীতি খতিয়ে দেখতে সাব-কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) সংসদ সচিবালয়ে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় এ সাব-কমিটি গঠন করা হয়।

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।

সভায় বাংলাদেশ রেলওয়ের ক্রয় পদ্ধতি, রেলওয়ের দুটি জোনকে চারটি জোনে রূপান্তর করার সর্বশেষ অবস্থা এবং চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের জমিতে পেট্রোল পাম্প স্থাপনের জন্য লিজ সম্পর্কে আলোচনা করা হয়।

পাশাপাশি চট্টগ্রামে বাংলাদেশ রেলওয়ের জমিতে হাসপাতাল প্রতিষ্ঠার জন্য লিজ দেয়ার সর্বশেষ অবস্থা সম্পর্কেও আলোচনা হয়।

এছাড়া সভায় বাংলাদেশ রেলওয়ের জনবল নিয়োগের ক্ষেত্রে স্বচ্চতা নিশ্চিতকরণ, বিভিন্ন পণ্য ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ ও রেলওয়ের প্রয়োজন হবে না এমন জায়গা সঠিক উপায়ে ব্যবস্থাপনা বিষয় উঠে আসে।

সভায় রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনসহ রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাধারা/এফএস/এএ

আরও পড়ুন