বাংলাধারা প্রতিবেদন »
বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের ৪ দশমিক ৭৩ একর জমিতে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা, কাঠামো ও দোকানঘর উচ্ছেদ করেছে বাংলাদেশ রেলওয়ে ও চট্টগ্রাম জেলা প্রশাসন। এসময় ১ হাজার ২৫৬ টি সেমিপাকা, টিনশেড ও ঝুপড়ী ঘর উচ্ছেদ করে রেলওয়ের জমি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নগরীর পাহাড়তলীর আমবাগানের এক্স ই এন কলোনীতে এই অভিযান পরিচালনা করা হয়। রেলওয়ের চট্টগ্রাম বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান এ অভিযান পরিচালনা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, আমবাগানের এক্স ই এন কলোনীতে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা, কাঠামো ও দোকানঘর উচ্ছেদ করা হয়। ১ হাজার ২৫৬ টি সেমিপাকা, টিনশেড ও ঝুপড়ি ঘর উচ্ছেদ করে রেলওয়েরে ৪ দশমিক ৭৩ একর জমি উদ্ধার করা হয়।
এ ধরনের অভিযান চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।
বাংলাধারা/এফএস/টিএম













