২৪ অক্টোবর ২০২৫

রেলওয়ে রানিং স্টাফদের কর্মবিরতি, ট্রেন চলাচল বন্ধ

বাংলাধারা ডেস্ক »

বেতন-ভাতা বাতিল করে অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে চট্টগ্রামসহ সারাদেশে ট্রেন চলাচল বন্ধ করে দিয়েছে রেলওয়ে রানিং স্টাফ কর্মচারী ঐক্য পরিষদ। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। এদিকে চট্টগ্রাম থেকেও ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) সকালে চট্টগ্রাম রেলস্টেশনে ঢাকা ও সিলেটমুখী দুইটি ট্রেন গন্তব্যে ছেড়ে যায়নি। পূর্বঘোষণা না দেওয়ায় স্টেশনে যাত্রীরা দুর্ভোগে পড়েন।

জানা গেছে, আজ সকাল ৭টায় চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে ছাড়ার কথা সুবর্ণ এক্সপ্রেস। এরপরই সিলেটের উদ্দেশে ছাড়ার কথা ছিল পাহাড়িকা এক্সপ্রেস। কিন্তু লোকোমাস্টার এবং গার্ডরা ট্রেনে না আসায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এমনকি আন্দোলনকারীরা ইঞ্জিন না এনেই পাহাড়তলী শেডে মিছিল সমাবেশ করে। তবে আগে কোনো ঘোষণা ছাড়া এ ধরনের অচলাবস্থার সৃষ্টি হওয়ায় বিভিন্ন গন্তব্যের যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ শ্রমিক ও কর্মচারী সমিতি (পূর্বাঞ্চল) এর সভাপতি মো. মজিবুর রহমান বলেন, রানিং স্টাফরা অতিরিক্ত বেতন-ভাতা পেয়ে এলেও গত দুই বছর ধরে তা দিতে গড়িমসি করা হচ্ছে। এর আগেও কর্মবিরতি পালন করেছিলাম। রেল সচিব এ বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তা না মেনে অতিরিক্ত ভাতা বাতিল করে মঙ্গলবার (১২ এপ্রিল) অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। তাই রানিং স্টাফরা ট্রেন চালানো বন্ধ রেখেছেন।

আরও পড়ুন