বাংলাধারা প্রতিবেদন »
রেললাইনের পাশে গড়ে ওঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান সরানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় রেলওয়ে স্টেশন থেকে সল্টগোলা ক্রসিং এবং সিজিপিওয়াই ইয়ার্ড পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ নির্দেশনা দেন রেলওয়ের পূর্বাঞ্চলের বিভাগীয় ব্যবস্থাপক সাদেকুর রহমান।
সাদেকুর রহমান বলেন, রেললাইনের পাশে গড়ে ওঠা অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান সরানোর জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া দোকান মালিকদেরও নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে শিগগিরই এসব ব্যবসা প্রতিষ্ঠান গুটিয়ে নেন। কারণ রেললাইন ঘেঁষা এসব প্রতিষ্ঠানের কারণে নানা দুর্ঘটনা ঘটছে। আমরা চাই রেলওয়েকে জনকল্যাণ বান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে।
মোটর ট্রলি করে পরিদর্শনের সময় উপইস্থিত ছিলেন ডিইও মাহবুবুল করিম, আরএনবি কমান্ড্যান্ট মোহাম্মদ আশাবুল ইসলাম, ডিএসটিই মো. জাহেদ আরেফিন পাটোয়ারী তন্ময়, ডিটিও মো. ওমর ফারুক, ডিএন-৩ আহসান হাবিব প্রমুখ।
বাংলাধারা/এফএস/টিএম













