চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জে রেললাইনের ওপর বসে আড্ডা দেওয়ার চলন্ত ট্রেনে কাটা পড়ে একসাথে তিন বন্ধু মারা গেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) রাত ৮টার দিকে জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন আরাফাত হোসেন (১৮), আনিস (১৮) ও রিয়াজ (১৮)। এদের সবার বাড়ি মিরসরাই উপজেলার জোরারগঞ্জের মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,রেললাইনের ওপর বসে গল্প করছিলেন ৫ বন্ধু। এ সময় হঠাৎ ট্রেন এসে পড়লে ৩ বন্ধু কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এই বিষয়ে সীতাকুণ্ড রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক আশরাফ সিদ্দিক বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত জেনে জানাব।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হালিম বলেন, ট্রেনে কাটা তিনজন নিহতের খবর শুনেছি। এর বাইরে কিছু জানি না।
এআরই/এসএস/বাংলাধারা