২৪ অক্টোবর ২০২৫

লোহাগাড়া

রেললাইনে বসে ইয়াবা বিক্রি, পুলিশের হাতে ধরা

চট্টগ্রামের লোহাগাড়ায় নবনির্মিত রেললাইনে বসে ইয়াবা বেচা-কেনার সময় হাতেনাতে দুই যুবককে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ২শ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (১২ জুলাই) সকালে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা আধুনগর রেললাইন সংলগ্ন থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলো— উপজেলার আধুনগর ইউপির ঘাটিয়ার পাড়া এলাকার মাহমুদুল হক ড্রাইভারের পুত্র মাসুদ ও চুনতি পেঠানের পাড়ার আবু তাহেরের পুত্র এহসান।

চুনতি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো.ফারুক আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার আধুনগর রেললাইন সংলগ্ন এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে— এমন খরব পেয়ে অভিযান শুরু করি। অভিযানে ২শ পিচ ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়। তাদের মধ্যে আটক মাসুদ রানা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ঢাকা ও চট্টগ্রামে মাদক মামলা রয়েছে।

আরও পড়ুন