২৪ অক্টোবর ২০২৫

রেলস্টেশনে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

চট্টগ্রাম নগরের পাহাড়তলী রেলস্টেশনে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করেছে র‍্যাব-৭। এসময় তাদের কাছে থাকা শপিং ব্যাগ থেকে ১০ কেজি গাঁজা ও ১২২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় তিন লাখ টাকা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. আজিম উদ্দিন (২৩) ও মো. সৌরভ চৌধুরী (২৮)। আজিমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রামে এবং সৌরভের বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া গ্রামে।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ.আর.এম মোজাফফর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী রেলস্টেশনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন