২৯ অক্টোবর ২০২৫

রেলের জমি উদ্ধারে অবৈধ ২০ স্থাপনা উচ্ছেদ

বাংলাধারা প্রতিবেদন »

নগরীর আকবরশাহ এলাকায় রেলের জমি উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে রেলওয়ে পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি বিভাগ।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় বাজার কলোনি এলাকা থেকে শুরু হওয়া অভিযানে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। বিকেল ৫টা পর্যন্ত চলবে এই উচ্ছেদ অভিযান।

ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. মাহবুবুল করিম জানান, আকবরশাহে রেলের জমি উদ্ধারে অভিযান চলছে। অভিযানের শুরুতে অবৈধ দখলদারেরা উচ্ছেদ ঠেকাতে কাগজপত্র নিয়ে জড়ো হয়।কিন্তু উপযুক্ত প্রমাণ দিতে না পারায় অভিযান শুরু করা হয়। দুপুর পর্যন্ত ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।বিকেল ৫টা পর্যন্ত চলবে উচ্ছেদ অভিযান। রেলওয়ের জায়গা সর্ম্পূণ উদ্ধার না হওয়া পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন