জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন নিয়ে দর্শকের আগ্রহ তুঙ্গে। ইতোমধ্যে নাটকটির চরিত্রভিত্তিক মজার মজার প্রমোশনাল ভিডিও প্রকাশ করা হচ্ছে প্রতিদিনই। এমনই এক ভিডিওতে কাবিলা চরিত্রে অভিনয় করা জিয়াউল হক পলাশ নির্মাতা কাজল আরেফিন অমি-কে উদ্দেশ্য করে বলেছেন, “রোকেয়া-ইভা দুজনকেই লাগবে!”
নাটকে কাবিলার প্রেমিকা হিসেবে বহুবার রোকেয়ার নাম শোনা গেলেও তাকে কখনো পর্দায় দেখা যায়নি। এবার দর্শকের আগ্রহ ও দাবি মাথায় রেখে নতুন সিজনে অবশেষে রোকেয়া চরিত্রকে সামনে আনার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতা। তবে কে এই রোকেয়া, সে বিষয়ে এখনো মুখ খোলেননি অমি।
প্রমোশনাল ভিডিওতে কাবিলা বলেন,“আমি যেখানেই যাই, দর্শকরা সবাই রোকেয়ার কথা জিজ্ঞেস করে। বিদেশিরাও রোকেয়ার কথা জানতে চায়। রোকেয়া এবার পর্দায় আসতেই হবে ভাইয়া।”
রোকেয়ার চরিত্রে আন্তর্জাতিক কোনো অভিনেত্রী নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন তিনি। বলেন,“রোকেয়া যদি বাংলাদেশি না হয়, তাহলে হলিউড বা বলিউড থেকে কাউকে আনতে হবে। আমি আছি, নোয়াখালীর ভাষা শিখিয়ে দেবো ভাইয়া!”
নির্মাতা অমি প্রশ্ন করেন, রোকেয়াকে আনা হলে ইভা চরিত্রটির কী হবে?
উত্তরে কাবিলা বলেন,“আমি আছি না ভাইয়া! কাবিলার যদি দুইটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে ওজন হবে কিভাবে? দুজনকেই লাগবে! আপনি ডিরেক্টর, আপনি চাইলে সব সম্ভব।”
পলাশ আরও যোগ করেন, “এইবার তো বাজেটও বেশি, তাই দুটো চরিত্রই রাখা সম্ভব।”
এদিকে জানা গেছে, ইতোমধ্যেই শুরু হয়েছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং। খুব শিগগিরই এটি চ্যানেল আইয়ের পর্দায় প্রচার শুরু হবে। এরপর নাটকটি দেখা যাবে বিভিন্ন অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মেও।
এআরই/বাংলাধারা