২৮ অক্টোবর ২০২৫

রোগীর ভীড় কমাতে জেনারেল হাসপাতালে নতুন নিয়ম জারি

বাংলাধারা প্রতিবেদন »  

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে রোগীর ভীড় কমাতে নতুন নিয়ম জারি করেছে বাংলাদেশের ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট কমিটি।

নতুন নিয়ম অনুযায়ী, করোনা পজিটিভ হয়ে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন থাকা কোন রোগী যদি পর পর তিন দিন পুরোপুরি সুস্থ থাকেন এবং এই সময়ের মধ্যে জ্বর, কাশি বা শ্বাসকষ্ট না হয় তাহলে তাকে ক্লিনিক্যালি সুস্থ ঘোষণা করা হবে। ওই রোগীকে কোন টেস্ট ছাড়াই হাসপাতাল থেকে ছাড় দিয়ে বাড়িতে ১৪ দিনের আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হবে। বাড়ি থেকেই তার পরবর্তী দুটো পরীক্ষা করা হবে।

এই গাইডলাইন চালু হওয়ার আগে যারা করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়ে আইসোলেশন ওয়ার্ডে থাকতেন, তাদের ১৪ থেকে ২১ দিনের মধ্যে দ্বিতীয় টেস্ট করা হতো।

সেখানে ফলাফল নেগেটিভ আসলে পরবর্তী ২৪ ঘণ্টা অথবা দুই-তিনদিনের মধ্যে আরেকটি টেস্ট করা হতো। সেখানেও ফলাফল নেগেটিভ এলে তাকে সুস্থ ঘোষণা করে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হতো। হাসপাতালে রোগীর চাপ ক্রমশ বাড়তে থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

বাংলাধারা/এফএস/টিএম

আরও পড়ুন