১ নভেম্বর ২০২৫

‘রোটারির মানবিক কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে হবে’

জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য ও রোটারি ক্লাব অব ঢাকা রমনার সাবেক সভাপতি মোহাম্মদ আলাউদ্দিন চৌধুরী বলেছেন, ‘রোটারিয়ানরা সারাবিশ্বে নানামুখী মানবিক কর্মসূচী পালন করছে। এসব কর্মসূচী সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করতে হবে। এর ফলে রোটারির ইমেজ বৃদ্ধি হবে। রোটারির কার্যক্রমে নতুনরাও যুক্ত হবে।’

বুধবার (২৬ অক্টোবর) নগরীর গরিবুল্লাহ শাহ হাউজিংয়ে এনজিও সংস্থা অপকা (OPCA) কার্যালয়ে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর নিয়মিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

রোটারিয়ান আলাউদ্দিন চৌধুরী আরো বলেন, রোটারির চলমান অগ্রাধিকার কর্মসূচী হোম ফর হোমলেস এর সুফল ছড়িয়ে দিতে সকল রোটারিয়ানদের আন্তরিক হতে হবে। এতে সমাজে গৃহহীন মানুষের সংখ্যা কমে আসবে।

রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর প্রেসিডেন্ট নুসরাত জাহানের সভাপতিত্বে আয়োজিত এ সভায় সরকারের সাবেক অতিরিক্ত সচিব নুরুল আলম নিজামী বলেন, নাগরিকের মৌলিক অধিকার পূরণে সরকারের উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি রোটারিয়ানরা কাজ করে যাচ্ছে। রোটারির মানবিক কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পোলিওমুক্ত বিশ্ব গড়তে রোটারির ভূমিকা অনস্বীকার্য।

রোটারির ডিস্ট্রিক্ট এসিসটেন্ট গভর্ণর কাজী আবুল মনসুর বলেন, রোটারির কার্যক্রমকে উৎসাহ দিতে আমি একটি নিউজপোর্টাল চালুর উদ্যোগ নিয়েছি। এর মাধ্যমে দেশের সকল রোটারিয়ানদের কার্যক্রমকে অনুপ্রানিত করা হবে।

সভায় রোটারি ডিস্ট্রিক্ট অফিসিয়ালদের মধ্যে বক্তব্য রাখেন রোটারিয়ান ফখরুল আলম বিপু, জামাল উদ্দিন আহমেদ, কাজী মোহাম্মদ আশেকে এলাহী, মোহাম্মদ আলমগীর।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রোটারিয়ান মুজিবুল্লাহ, মোহাম্মদ আলাউদ্দিন, সন্তোষ কুমার ভৌমিক, রওশন আক্তার, নাছিমা বানু, সাঈদ হাসান কানন, সুরাইয়া আক্তার।

আলোচনা শেষে রোটারি ক্লাব অব চট্টগ্রাম স্মাইল এর উদ্যোগে বিভিন্ন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের প্রতিনিধিদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করা হয়।

আরও পড়ুন