২৪ অক্টোবর ২০২৫

রোটারি ক্লাব অব চিটাগং অ্যারিস্টোক্রেট কমিটির অভিষেক

বাংলাধারা ডেস্ক »

রোটারি ক্লাব অব চিটাগং অ্যারিস্টোক্রেটের ২০২২-২৩ রোটারি বছরের কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে। ডা. মো. জয়নাল আবেদীন মুহুরীকে প্রেসিডেন্ট ও মো. সাহেদুল হক সাহেদকে সেক্রেটারি করে নতুন এ কমিটি করা হয়। শপথ গ্রহণের মাধ্যমে তারা দায়িত্ব গ্রহণ করেন।

মঙ্গলবার (৫ জুলাই) চিটাগং ক্লাবের একটি কনফারেন্স হলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে নতুন পর্ষদ দায়িত্ব নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক-৩২৮২ এর ইলেক্ট গভর্নর প্রকৌশলী মতিউর রহমান।

বিদায়ী কমিটির প্রেসিডেন্ট মো. মনোয়ারুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন নতুন কমিটির সভাপতি ডা. মো. জয়নাল আবেদীন মুহুরী, ফিউচার ডিস্ট্রিক্ট ফার্স্ট লেডি সামিনা ইসলাম, পিপি রেজাউল করিম, পিপি ওয়াহিদুজ্জামান, পিপি ড. শরীফ আশরাফুজ্জামান, স্থপতি মিজানুর রহমান, মোস্তফা আশরাফুল ইসলাম আলভী। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন সংগঠনটির প্রেসিডেন্ট ইলেক্ট সাদমান সাইকা ইসলাম সেফা।

ইলেক্ট গভর্নর প্রকৌশলী মতিউর রহমান বলেন, উন্নত মূল্যবোধ গঠন এবং বিশ্বব্যাপী ফেলোশিপ প্রদানের মহান ব্রত নিয়ে আদর্শ সেবাপ্রদান কল্পে এ সংগঠনটি আজ প্রতিষ্ঠিত। যেখানে উন্নয়নের ধারা বজায় রাখতে সেবামূলক কাজ আরও বাড়ানো প্রয়োজন। আমি সারথী এবং সহযোদ্ধাদের সাথে নিয়ে সংগঠনকে সঠিক দিক নিদের্শনা দিয়ে এগিয়ে নিতে চাই। তারা জানেন এবং বিশ্বাস করেন আলোকবর্তিকা হাতে দাঁড়িয়ে আছে পূর্ববর্তী লিডারগণ।

অনুষ্ঠানে স্থপতি মিজানুর রহমানের বক্তব্য সংগঠনটির কার্যক্রম তুলে ধরেন। এছাড়া দেশের স্থানীয় পর্যায়ে কিভাবে আন্তর্জাতিক দাতাদের সম্পৃক্ত করা যায় ও অনুদান আনার কৌশল নিয়ে আলোচনা করেন পিপি রেজাউল করিম।

এতে উপস্থিত ছিলেন মো. জোবায়ের হোসেন শিবলু, নোমান বিন জহির উদ্দীন, প্রকৌশলী মো. ইমরান, সরোজ বড়ুয়া, উপল চৌধুরী, একেএম শহীদুল্লাহ চৌধুরী, হাবীবুল্লাহ খান, ডা. মো. জহির রায়হান, এসএম মহিবুর রহমান, একেএম মিনহাজুল রহমান, একিউ ফরহাদ, আবু নূরী মিল্টন, মো. শামীম রেজা, নাজমুল রুবায়েত প্রমুখ।

প্রসঙ্গত, রোটারি ক্লাব অব চিটাগং অ্যারিস্টোক্রেটের নির্বাচিত প্রেসিডেন্ট ডা. মো. জয়নাল আবেদীন মুহুরী ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কনসালটেন্ট হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়া তিনি বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন চট্টগ্রামের সি সি মেম্বার, ফটিকছড়ি কোভিড-১৯ হাসপাতালের প্রতিষ্ঠাতা সদস্য সচিব, হাজী মোমেনা-আনোয়ার মুহুরী ফাউন্ডেশনের মহাসচিবের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন