২৬ অক্টোবর ২০২৫

রোববার রাতে ঝগড়া, সোমবার রাতে পিটিয়ে হত্যা

বাংলাধারা ডেস্ক »

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। নিহত সোহেল (২২) স্থানীয় বাসিন্দা মো. স্বপনের ছেলে ও পেশায় একজন জেলে বলে জানা যায়।

সোমবার (২৬ অক্টোবর) রাতে সদর উপজেলার চর রমণী মোহন ইউনিয়নের মোহন ডা. বাড়ীর সামনে তার উপর বখাটেরা হামলা করে বলে অভিযোগ করে পরিবার।  

নিহতের স্বজন ও পুলিশ জানায়, গত রোববার রাতে স্থানীয় একটি বিয়ে বাড়ীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোহেলের সঙ্গে একই এলাকার বখাটে যুবক সুমন, দিদার ও জুয়েলের সঙ্গে বাকবিতণ্ড হয়। 

পরে গতকাল রাতে স্থানীয় মজু চৌধুরীর হাট এলাকা থেকে বাড়ী ফেরার পথে সোহেলের ওপর তারা হামলা চালায়। এসময় লাঠি দিয়ে তাকে এলোপাথাড়ি মারধর করলে তার শরীরের বিভিন্ন অংশ আঘাত পেয়ে গুরুত্বর আহত হন এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা খারাপ থাকায় ঢাকায় প্রেরণ করে। পরে ঢাকায় নেয়ার পথে ভোর রাতে সে মারা যায়।

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান মিয়া গণমাধ্যমকে জানান, যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাধারা/এফএস/এআর

আরও পড়ুন