কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের পানি চলাচলের ছরা থেকে গলা কাটা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ আগস্ট) সকাল ৬টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এইচ/২৫ ও ২৭ ব্লকের মাঝখানে একটি নালা থেকে তাকে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুহাম্মদ আলী।
নিহত মুহাম্মদ মুজিব (২৪) উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-৮ ওয়েষ্ট ব্লক এ/৪৬ এর ওবায়দুল হকের ছেলে ।
ওসি বলেন, শনিবার সকাল ৬টার দিকে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প-১০ এর এইচ/ ২৫ ও ২৭ ব্লকের মাঝখানে নালায় এক যুবকের গলা কাঁটা মৃত দেহ স্থানীয়রা পড়ে থাকতে দেখে। পরবর্তীতে তারা ক্যাম্প মাঝিদের জানালে মাঝিরা পানবাজার ৮ এপিবিএন পুলিশকে জানায়। এপিবিএনের দেয়া খবরে আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। আশপাশের রোহিঙ্গারা মরদেহটি ক্যাম্প-৮ ওয়েষ্ট ব্লক এ/৪৬’র মুজিব বলে সনাক্ত করেন।
তিনি আরো বলেন, কে বা কারা এই হত্যাকান্ডে জড়িত তা এখনো কেউ নিশ্চত হতে পারেনি। সুরতহাল তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয় বলে উল্লেখ করেন ওসি।