২৪ অক্টোবর ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলির ঘটনার ৩ জন গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আরকান সালভেশন আর্মি (আরসা) দুই গ্রুপের মধ্যে সংঘটিত গোলাগুলির ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন) সদস্যরা।

শনিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮ টা থেকে সাড়ে ১০ দুই ঘন্টা অভিযান চালিয়ে উখিয়ার মধুরছড়ার ক্যাম্প ৪ এর ব্লক-ডি এবং ব্লক-এফ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলো— ক্যাম্প ৪ এর ব্লখ ডি/৮ এর মো. নুরু আলমের ছেলে ফরিদ আলম (৩৪), ব্লক এফ/১১ এর আবদুল খালেকের ছেলে শাহজাহান (২২) ও ব্লক এফ/১৪ এর মৃত হোসেনের ছেলে আব্দুল মোতালেব (৬৮)।

এপিবিএন ১৪ এর অধিনায়ক পুলিশ সুপার নাইমুল হক বলেন, ২১ জুলাই সংঘটিত হওয়া ঘটনায় উখিয়া থানায় একটি মামলা দায়ের হয়। যার নম্বর ১০২। আটকরা ওই মামলার এজাহারনামীয় ৬,৭ ও ৮ নম্বর আসামি। এরা কথিত আরসা সদস্য হিসেবে ক্যাম্পে পরিচিত।

তিনি আরো বলেন, পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য উখিয়া থানার পুলিশের কাছে গ্রেফতারদের হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন