কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফের দু’সন্ত্রাসী গ্রুপের মাঝে মধ্যরাতে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ক্যাম্পের এক পাহারাদার নিহত হয়েছে। এসময় এক শিশু গুলিবিদ্ধসহ আহত হয়েছে আরো অন্তত ৫ জন।
শনিবার (১ এপ্রিল) ভোররাত ২টার দিকে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৮ (ডব্লিউ) পঁচা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ১৪ এপিবিএনের উপ অধিনায়ক পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
নিহত রোহিঙ্গা সৈয়দ আলম(৬০) উখিয়ার কুতুপালং ক্যাম্প-৮(ডব্লিউ)ই/সাব ব্লকের মৃত মো. হাসিমের ছেলে। গুলিবিদ্ধ শিশু তাইফুর(১২) ক্যাম্প-৫ ডি/সাব ব্লকের বাসিন্দা নুরুল আমিনের ছেলে। বাকি আহতদের নাম জানাতে পারেনি উখিয়া থানা পুলিশ।
স্থানীয় ও নিহত স্বজনদের বরাত দিয়ে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মো. সাইফুজ্জামান বলেন, উখিয়ার কুতুপালং ৮ নম্বর ক্যাম্পের পচাঁ বাজার এলাকায় শনিবার ভোর রাত ২টার দিকে দু’সন্ত্রাসী গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় সৈয়দ আলম নামে এক পাহারাদার সন্ত্রাসীদের ছুঁড়া গুলিতে নিহত হয়েছে। গুলিবিদ্ধ তাইফুর নামের এক শিশুকে উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে এপিবিএনের টিম ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত শিশুকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়। ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে উল্লেখ করেন এপিবিএন’র এ কর্মকর্তা।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ক্যাম্পে গোলাগুলির ঘটনায় নিহত রোহিঙ্গা সৈয়দ আলমের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গুলিবিদ্ধ শিশু তাইফুর হাসপাতালে চিকিৎসাধীন। অপর আহতরা প্রাথমিক চিকিৎসার পর বাসায় চলে যাওয়ায় তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি।













