৬ নভেম্বর ২০২৫

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা মাঝি নিহত

কক্সবাজার প্রতিনিধি »

কক্সবাজারের উখিয়ার বালুখালী ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে ব্লক হেড মাঝি এক রোহিঙ্গা নিহত হয়েছেন। সোমবার (২৬ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বালুখালী ক্যাম্প-১৮ ইস্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফারুক আহমেদ।

নিহত মোহাম্মদ হোসেন (৪০) ক্যাম্প ১৮ এর ব্লক-৮ এর মোহাম্মদ শফিকের ছেলে। তিনি ওই ক্যাম্পের হেড মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন।

নিহতের ছোট ভাই নুর হাশেম জানান, সকালে তার ভাই বাড়ির পাশে বসে ছিলেন। হঠাৎ মুখোশপরা দুর্বৃত্তদল ঘটনাস্থলে এসে এলোপাতাড়ি গুলি চালিয়ে পালিয়ে যান। এতে তিনি গুলিবিদ্ধ হলে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এএসপি ফারুক আহমেদ বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় এপিবিএন সদস্যরা। ঘাতকদের ধরতে ক্যাম্পের বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে পুলিশ। গুলিবিদ্ধ মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

এ সম্পর্কিত আরও

সর্বশেষ