কক্সবাজার প্রতিনিধি »
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে বাড়িতে ডুকে গুলি করে দুই রোহিঙ্গা যুবককে হত্যা করেছে অস্ত্রধারী দুর্বৃত্তরা। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুইজন। তাদেরকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
মঙ্গলবার (২১ মার্চ) দুপুর ১টার দিকে উখিয়ার ক্যাম্প-১৩ জি/৪ ব্লকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী।
নিহতরা হলেন- উখিয়ার ক্যাম্প-১৩ জি/ব্লক-৪ এর বাচা মিয়ার ছেলে মোহাম্মদ রফিক (২২) ও একই ব্লকের মো. হোসেনের ছেলে মোহাম্মদ রফিক (২০)।
আহতরা হলেন- একই ব্লকের মো. হোসেনের ছেলে মো. ইয়াসিন (২৮) ও মো. হেসেনের ছেলে নূর আলম (২৮)।
নিহতদের স্বজনদের বরাত দিয়ে উখিয়ার থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্পে-১৩ জি/৪ ব্লকে ২০-২৫ জনের একটি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ মো. রফিক ও মো. ইয়াসিন এবং মো. রফিকের বসতঘরে ডুকে তাদের লক্ষ্য করে ১০-১৫ রাউন্ড গুলি করলে ঘটনাস্থল বাচা মিয়ার ছেলে রফিক মারা যান। অপর রফিক ও ইয়াছিন গুলিবিদ্ধ হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে মোহাম্মদ হোসেনের ছেলে রফিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। অপর গুলিবিদ্ধদের কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় নিহতদের মরদেহ ঘটনাস্থলে থেকে উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে এখনো নিশ্চিত করে কিছু বলা যায়নি। পুলিশ অপরাধী সনাক্তে কাজ করছে।
উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পে গত ৫ মাসে তিন ডজনের অধিক গোলাগুলি ও সংঘর্ষের ঘটনায় ইতোমধ্যে ৩২ জন নিহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবারের ঘটনায় দুইজন নিহতের ঘটনায় খুনের শিকারের তালিকা ৩৪ হয়েছে বলে দাবি ক্যাম্প সংশ্লিষ্টদের।













